ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্সে হতাশ প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিসিবির নির্বাচক প্যানেলের দায়িত্ব পেয়ে প্রথম কোন পূর্ণাঙ্গ সিরিজ শেষে গণমাধ্যমের মুখোমুখি গাজী আশরাফ হোসেন লিপু। শুনেছেন সাংবাদিকদের সব প্রশ্ন, ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বিগত দিনে যেকোন বাজে সিরিজ শেষে নির্বাচক প্যানেলের কেউই সহজে গণমাধ্যমের কাছে ধরা দিতেন না। সেদিক থেকে বর্তমান প্রধান নির্বাচকের এমন খোলামেলা আলোচনা ইতিবাচক বলাই যায়। তবে তার এমন নতুনত্বেও পুরনো গল্প রয়েছে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এই মুহূর্তে কিছুটা আশাহত। তবে আমাদের দুর্বল জায়গাগুলো উঠে আসছে। সেগুলো নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই কাজ করবে।’

দুই যুগ পেরিয়ে গেলেও টেস্টে ফরম্যাটে ধারাবাহিকভাবেই অধারাবাহিক বাংলাদেশ। কালেভদ্রে দুই-একটা সান্তনার জয় মেলে। তবে এবার নড়েচড়ে বসছে বিসিবি। দেশের ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল-বিসিএলের মান উন্নয়নে জোর দেওয়ার কথা নির্বাচক প্রধানের কণ্ঠে।

গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘আমাদের কিছু ভাবনা আছে। সেগুলো আমরা অবশ্যই করতে চাই। আমরা এগুলো নিয়ে খুব দ্রুতই বসবো।’

আপাতত দেশের লিগগুলো পরখ করে দেখতে চায় বিসিবির নির্বাচক দল। লিগের মান, ম্যাচ সংখ্যা বাড়ানোসহ সবকিছু নিয়ে টুর্নামেন্ট কমিটির সঙ্গে আলোচনা করা হবে।

নির্বাচক প্রধান আরও বলেন, ‘আমরা নতুন আসছি। আমাদের অনেককিছুই পর্যবেক্ষণ করতে হবে। সেটাও আমরা করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সামনে আপাতত আর কোনো লাল বলের সিরিজ নেই। তাই তো এখন ভাবনায় বিশ্বকাপ পরিকল্পনা। আর এর শুরুটা দেশের মাটিতে ফিটনেস ক্যাম্প থেকে করতে চান তিনি।