ফুটবল
এখন মাঠে
0

স্কোয়াডের মূল্যে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির স্কোয়াডের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৭ কোটি ইউরো। যা বিশ্বের যেকোন ক্লাবের চেয়ে বেশি। স্কোয়াডের বাজার দর বেড়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালেরও। তবে স্কোয়াডের দাম কমেছে রিয়াল মাদ্রিদসহ বেশকটি জায়ান্ট ক্লাবের।

দলীয় অর্জন আর ফুটবলারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ক্লাবের স্কোয়াড মূল্য নির্ধারণ করা হয়। সবশেষ আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ফুটবলে স্কোয়াডের বাজার মূল্য নিয়ে নতুন তথ্য দিয়েছে ট্রান্সফার মার্কেট। যেখানে বেশ কিছু ক্লাবের দামে পরিবর্তন এসেছে।

বেশ কয়েক বছর ধরে ক্লাব ফুটবলে অর্জনের দিক দিয়ে সবার উপর আছে ম্যানচেস্টার সিটি। গেলো বছর ট্রেবল জেতা সিটিজেনরা বর্তমান মৌসুমেও সব প্রতিযোগিতায় বেশ ভালোভাবে টিকে আছে। এর প্রভাব পড়েছে সিটিজেনদের স্কোয়াড মূল্যেও। বর্তমানে ক্লাবটির বাজার মূল্য ১২৭ কোটি ইউরো। ফলে স্কোয়াডের বাজার দরের তালিকায় নিজেদের শীর্ষ স্থানটা আরও মজবুত করলো দলটি।

মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছে আর্সেনাল। একইসঙ্গে লিগ শিরোপার দৌড়েও টিকে আছে মিকেল আরতেতার শিষ্যরা। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান গানারদের। দাম বেড়েছে বুকায়ো সাকা, সালিবা ও গ্যাব্রিয়ালদের। ফলে দলটির বাজার মূল্য বেড়ে হয়েছে ১১২ কোটি ইউরো। আর তাতেই দামি দলের জায়গায় তাদের অবস্থান এখন দ্বিতীয়তে।

স্পেনে সবচেয়ে দামি দল হলেও বিশ্ব বাজারে দাম কমেছে রিয়াল মাদ্রিদের। দলটির বর্তমান বাজার মূল্য ১০৪ কোটি ইউরো। কোপা দেলরে থেকে ছিটকে গেলেও লিগ শিরোপায় শীর্ষ স্থান ধরে রেখেছে জুড বেলিংহ্যাম,ভিনিসিয়ুসরা। চ্যাম্পিয়ন্স লিগেও শক্ত অবস্থানে আছে দলটি।

মেসি, নেইমার পিএসজি ছাড়ার পর এমবাপ্পের সঙ্গে সম্পর্কটাও নড়বড়ে ফরাসি ক্লাবটির। এর ফলে দলটির স্কোয়াড মূল্যেও কমেছে অনেক। ক্লাবটির বর্তমান বাজার দর আছে ১০২ কোটি ইউরো। বিশ্ব বাজারে দাম কমলেও ফ্রেঞ্চ লিগে পিএসজির ধারে কাছে নেই কোনো ক্লাব। ফরাসি লিগে দ্বিতীয়তে থাকা মোনাকোর বাজার দর ৬৫ কোটি ইউরো।

দামি স্কোয়াডের তালিকায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। দলটির বর্তমান পারফরম্যান্সের ছাপ পড়েছে বাজার দরেও। আগের মূল্য থেকে প্রায় ৫ শতাংশ কমে তাদের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৯২ কোটি ৯০ লাখ ইউরো। লিগ শিরোপায় বায়ার লিভারকুসেনের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে মিউনিখের দলটি। ফলে শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর