বিদেশে এখন
0

ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, পিয়ংইয়ং-এর পূর্ব উপকূলে আজ (২ এপ্রিল) এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের কোস্টগার্ড জানায়, জাপান সাগরে ইতিমধ্যেই একটি মিসাইল আছড়ে পড়েছে। উত্তর কোরিয়ার দফায় দফায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় উত্তেজনা বেড়েছে কোরীয় উপদ্বীপে।

এছাড়া রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্কের উন্নয়নে উদ্বিগ্ন এ অঞ্চলের বাসিন্দারা। এ পরিস্থিতিতে এ অঞ্চলের নিরাপত্তা জোরদারে এক হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর