বাজার , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

দিনাজপুরে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে জিরা

দিনাজপুর হিলি স্থলবন্দরের হিলি বাজারে জিরার দাম কমেছে। প্রকারভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আগামীতে এ মসলার দাম আরও কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

গত রোববার (৩১ মার্চ) রাতে হিলি বাজারে ঘুরে জানা গেছে, গতবছর রমজান মাসের শুরুর দিকে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ডিসেম্বর মাসে এই মসলা বিক্রি হয়েছে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, 'চলতি বছর ভারত থেকে জিরার আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে।'

গত জানুয়ারি থেকে তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৫৫০ টাকা। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারসহ দিনাজপুর জেলায় পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। এখন দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনা থেকে নিয়ে আসা পেঁয়াজ শুকনো ও মানসম্পন্ন হওয়ায় ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসএস