দেশে এখন
0

ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ওই দিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর।

আজ (সোমবার, ১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা গেছে, এই ঈদে অন্যান্য ছুটি মিলিয়ে এমনিতেই ৫ দিন ছুটি মিলছে। ৯ এপ্রিল ছুটি দেয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। সেজন্য মন্ত্রিসভা এ অনুমোদন দেয়নি।

তবে যারা দূরে ঈদ করতে যাবেন, তারা চাইলে ছুটি নিতে পারবেন। মন্ত্রিসভার বৈঠকের বিষয় নিয়ে দুপুরের পর সচিবালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, 'ক্যালেন্ডারে যেভাবে ছুটি আছে সেভাবেই ছুটি থাকবে। ৮ ও ৯ তারিখ অফিস খোলা থাকবে। কেউ যদি ঐচ্ছিক ছুটি নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে।'

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল।

এসএস