উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বাল্টিমোর সেতু পুনর্নির্মাণে ব্যয় হবে ২০০ কোটি ডলার

নতুন করে ক্ষতিগ্রস্ত সেতুটি পুনর্নির্মাণে খরচ পড়তে পারে ২০০ কোটি ডলার। যেখানে ধ্বংসাবশেষ সরিয়ে নিতে আর বাল্টিমোর সেতু পুনর্নির্মাণে মারিল্যান্ডকে ৬ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৯ মার্চ) এ অর্থের জন্য আবেদন করলে কিছুক্ষণের মধ্যেই তা অনুমোদন দেয় দেশটির যোগাযোগ কর্তৃপক্ষ।

সেতুর সঙ্গে ধাক্কা লাগা কার্গো থেকে তথ্য সংগ্রহ করছে জাতীয় যোগাযোগ নিরাপত্তা সংস্থার তদন্তকারী দল। দ্রুতই ধ্বংসস্তূপ পরিষ্কার হয়ে যান চলাচলের উপযোগী হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

এদিকে নিখোঁজদের জন্য এখনও চলছে উদ্ধার অভিযান। বাল্টিমোরের ফ্রান্সিস স্কট সেতু গেলো মঙ্গলবার কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়। রাষ্ট্রীয় কর্মকর্তারা বলছেন, এ সেতু পুনর্নির্মাণে খরচ পড়তে পারে ২০০ কোটি ডলার।