প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চাঁদে দুই সপ্তাহ পর ঘুম ভাঙল জাপানি ল্যান্ডারের

জাপানের মানববিহীন প্রোব ল্যান্ডারটি চাঁদের মাটিতে দ্বিতীয় আরেকটি হীমশীতল রাত কাটিয়ে ১৫ দিন পর আবার জেগে উঠেছে।

১৯ জানুয়ারি মহাকাশযানটি চাঁদের বুকে সফল অবতরণ করে, কিন্তু এর সৌর প্যানেলে কিছু ত্রুটি ছিল। সেজন্য যতক্ষণ আলো পেয়েছে কাজ করেছে। কিন্তু চাদেঁ অন্ধকার নেমে আসায় এটি কাজ করা বন্ধ করে দেয়।

চাঁদের একটি রাতের দৈর্ঘ্য প্রায় পৃথিবীর দুই সপ্তাহের সমান। প্রায় ১৫ দিন পর যখন চাদেঁ আলো এসেছে তখনই এটি কাজ করতে শুরু করেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানায়। এবং এটি থেকে পৃথিবীতে নতুন ছবি পাঠায়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর