ক্রিকেট
এখন মাঠে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতা উচিত: সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতা উচিত বলে মনে করেন সাকিব আল হাসান। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে যাওয়ার আগে সাকিব জানান, এ বছর পর সাদা পোষাকে ক্রিকেটে ফেরাটা আনন্দদায়ক।

সিলেটে টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে আছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে বন্দর নগরীতে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট মিশনে শান্ত বাহিনী।

টেস্টে বাংলাদেশের নেই তেমন কোনো অর্জন। ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে পুরনো রোগ পেয়ে বসেছে বাংলাদেশকে। সিলেটে ভরাডুবি স্মৃতি বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে টাইগারদের স্বস্তির জায়গাটা হতে পারে প্রায় এক বছর পর সাকিব আল হাসানের লঙ্গার ভার্সন ক্রিকেটে ফেরা। তাই চট্টগ্রামে যাওয়ার আগে জানিয়ে গেলেন ম্যাচ নিয়ে পরিকল্পনা।

সাকিব বলেন, 'টেস্ট ক্রিকেটে আমরা সবসয়ই স্ট্রাগল করেছি। আমি বিশ্বাস করি যে, আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত। ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। ক্রিকেট যতদিন খেলেছি ব্যক্তিগত পাওয়া নিয়ে আমার কোনো চাওয়া ছিল না। টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।'

গেল মাসেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন টাইগার অলরাউন্ডার। সেই জায়গায় বাংলাদেশের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত। আর তাই নতুন অধিনায়ককে নিয়ে বেশ প্রশংসাই করলেন সাকিব আল হাসান। বলেন, শান্ত হবেন অসাধারণ এক লিডার।

সাকিব বলেন, 'বিসিবি ওকে লম্বা সময়ের কথা চিন্তা করেই দিয়েছে। ওর শুরুটা খুবই ভালো হয়েছে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা শান্ত অসাধারণ একজন লিডার হবে।'

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব আল হাসান। সেও গেল বছরের এপ্রিলে। তারপর আর সাদা পোষাকের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এমনকি খেলেননি কোন প্রস্তুতি ম্যাচও। চট্টগ্রামে যাওয়ার আগে খেলেছেন ডিপিএল। শেষ ম্যাচে হয়েছেন ম্যাচ সেরাও। এবার সাকিবের ফেরায় বাংলাদেশও স্বপ্ন বুনছে টেস্ট সিরিজে সমতা আনার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর