তথ্য-প্রযুক্তি
0

বাজারে বৈদ্যুতিক গাড়ি আনলো শাওমি

টেসলার মতো প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে প্রথমবারের মতো বাজারে বৈদ্যুতিক গাড়ি নিয়ে এলো চীনের টেক জায়ান্ট শাওমি। আগামী ১০ বছরে গাড়ি শিল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রতিষ্ঠানটির।

এরইমধ্যে বৃহস্পতিবার (২৮ মার্চ) থেকে ক্রয়াদেশ নেয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি চীনের বাজারে টেসলার গাড়ি বিক্রি বাড়াতে দাম হাজার হাজার ডলার কমিয়েছেন ইলন মাস্ক। আর এমন সময় যাত্রা শুরু করলো শাওমি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেই জুন বলেছেন, তাদের তৈরি স্পিড আল্ট্রা সেভেন মডেলের বৈদ্যুতিক গাড়িটির দাম ৫ লাখ ইউয়ান বা ৬৯ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে আধিপত্য করা টেসলা ও বিওয়াইডি-র মতো প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে পারবেন তারা।

গাড়ির বাজারে শাওমির এই যাত্রাকে চীনা অর্থনীতি ও ব্র্যান্ডের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বৈদ্যুতিক গাড়ির বাজারে বেশ দক্ষ চীন। এছাড়া ব্যাটারি সাপ্লাই চেইন খুব শক্তিশালী এবং চার্জিং নেটওয়ার্কও বাড়ানো হচ্ছে দেশটিতে।

আগামী ১০ বছরে যানবাহন ব্যবসায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনায় এগোচ্ছে শাওমি। বিশ্বব্যাপী স্মার্টফোনের তৃতীয় বৃহত্তম বিক্রেতা শাওমির মার্কেট শেয়ার প্রায় ১২ শতাংশ।