বিশ্ব অর্থনীতি
অর্থনীতি

নতুন প্লাটফর্ম তৈরির পরিকল্পনা সুইফটের

আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন প্লাটফর্ম তৈরির পরিকল্পনা করছে বিশ্বের ব্যাংকিং নেটওয়ার্ক সুইফট।

নতুন আর্থিক ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডিজিটাল কারেন্সিকে আন্তঃব্যাংক লেনদেনে যুক্ত করতে এই পদক্ষেপ বলে সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে সুইফট।

বিশ্বের ব্যাংকিং খাতের জন্য এই পদক্ষেপ এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিশ্বের মোট কেন্দ্রীয় ব্যাংকগুলোর অন্তত ৯০ শতাংশ এখন ডিজিটাল কারেন্সি নিয়ে গবেষণা চালাচ্ছে।

সুইফট কর্তৃপক্ষ বলছে, পরীক্ষামূলক ব্যবস্থায় ৬ মাসে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ৩৮ সদস্যের একটি দলকে যুক্ত করা হয়েছে। সুইফটের বর্তমান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিশ্বের ২০০ দেশের ১১ হাজার ৫০০ ব্যাংক আছে। যেখানে প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি ডলার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর