রাজনীতি

দেশে দূর্যোগের সময় ড. ইউনূস বিদেশে পুরস্কার আনতে যান: পররাষ্ট্রমন্ত্রী

দেশে যখন বন্যা ও দূর্যোগ হয় তখন ড. মুহাম্মদ ইউনূস বিদেশে যান পুরস্কার আনতে। যাকে দেশে কোন কাজে পাওয়া যায় না, তাকে পুরস্কার দেওয়া হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, 'যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো তাদের পরবর্তী প্রজন্ম দেশের উন্নয়ন অগ্রগতি ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে।'

শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, 'রাজনৈতিক অপশক্তির সঙ্গে কিছু ব্যক্তি বিশেষ যুক্ত হয়েছে। যারা দেশকে পিছিয়ে পড়া দেশ হিসেবে উপস্থাপন করে পুরস্কার লাভ করে। রাজনীতির কাকে রা ক্ষমতার উচ্ছিষ্ট পেলে সেখানে ছুটে যেতে চায়। দেশে শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে।'

শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়ে তারা এসব করছে। বেশি কথা বললে অনেক কথা রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর