বিদেশে এখন
0

ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। সোমবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে এ ঘটনার পর তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

তবে সবগুলো মিসাইল পড়েছে সাগরে। টোকিও'র দাবি, জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে পিয়ংইয়ংয়ের মিসাইল।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১০ দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার জবাব দিতে সম্প্রতি সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়াও।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর