বিদেশে এখন
0

ফের গাজায় অস্ত্রবিরতির আলোচনা

আবারও শুরু হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতির আলোচনা। এতে অংশ নিতে সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছাবে ইসরাইলের প্রতিনিধি দল।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের বিমান বাহিনী নবমবারের মতো গাজায় আকাশপথে ত্রাণ ফেলেছে। দুটি বিমান দিয়ে ফেলা হয়েছে ৩৩ টন খাবার ও ওষুধ। আকাশপথে ত্রাণ ফেলার প্রস্তুতি নিচ্ছে জার্মানিও।

এর আগে উপত্যকার মানবিক পরিস্থিতি ভয়াবহ বলে সতর্ক করে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস।

ইসরাইলের ১৬২ দিনের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫৩ জনে, আহত প্রায় ৭৪ হাজার।

ইএ