স্বাস্থ্য
0

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি

এফসিপিএস ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি আদায়ে ৭ দিনের কর্মবিরতি ঘোষণা করেছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।

রোববার (১৭ মার্চ) ট্র্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আজ থেকে শুরু হওয়া এই কর্মবিরতি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।

দাবিগুলো হলো- এফসিপিএস ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, প্রাইভেট নন রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা ও নিয়মিতকরণ, প্রাইভেট রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ এবং স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, বিএমএ ও স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ২৫ হাজার থেকে আরেক দফা বৃদ্ধিকরণ।