দেশে এখন
0

আলোচিত সগিরা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ৩৪ বছর আগে পারিবারিক দ্বন্দ্বে সগিরা মোর্শেদ নামের এক গৃহবধূকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মার্চ) এ রায় দেয়া হয়।

বিচারক মোহাম্মদ আলী হোসাইন আলোচিত এ মামলার রায় দেন। এ মামলায় অপর তিন আসামিকে খালাস দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং মারুফ রেজা। উভয়কেই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাদের হাজতকালীন মেয়াদ সাজা থেকে বাদ যাবে বলে জানা গেছে।

সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন নিহত সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা এবং মন্টু মণ্ডল। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ বিচারে এ মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে দুই দফা পিছিয়ে আজ রায় দেয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরী রোডে মোটরবাইকে আসা আততায়ীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ।