ধর্ম
দেশে এখন
0

দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা

ঢাকা

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে রমজান মাস।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংবাদ পর্যালোচনা করে মঙ্গলবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

এর ফলে, আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সঙ্গে ভোর রাতে রোজা রাখার নিয়তে সেহেরি খাবেন।

বায়তুল মোকাররমে রাত ৮টায় শুরু হবে তারাবির নামাজ।

এই হিসেবে আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করেন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর