রোববার (১০ মার্চ) সকালে ঢাকার আশকোনায় হজ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, 'সহীহ ও শুদ্ধভাবে হজ পালনের ক্ষেত্রে হজের আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, হজযাত্রীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে তাদের পক্ষে হজ পালন সহজ হবে।'
তিনি বলেন, 'রাসুলুল্লাহ (সঃ) আমাদেরকে হজ ও উমরাহ পালনের আগেই হজ সংক্রান্ত যাবতীয় আহকাম-আরকান সম্পর্কে জ্ঞান লাভ করার নির্দেশ দিয়েছেন।'
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মো. ফরিদুল হক খান বলেন, 'আপনারা কর্মক্ষেত্রে গিয়ে আজকের এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের অধিক্ষেত্রের হজযাত্রীদের মধ্যে সঞ্চারিত করবেন, তাদেরকে শেখাবেন ও বোঝাবেন। প্রত্যেক হজযাত্রী যেন হজের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে হজে যেতে পারে সেদিকে সোচ্চার হবেন।'
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, 'আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রবণতা হলো জীবনের শেষপ্রান্তে পৌঁছে হজে যাওয়া। এদেশের অধিকাংশ মানুষই সারাজীবন তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে হজব্রত পালন করে থাকে। এ কারণে হজ সহীহ ও শুদ্ধভাবে পালনের জন্য সবাইকে সোচ্চার হতে হবে।’
প্রশিক্ষণে সব জেলার জেলা প্রশাসক বা প্রতিনিধি, সিভিল সার্জন বা প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, আলেম-ওলামা ও হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিরা অংশ নেন।