ফুটবল
এখন মাঠে
0

নিলামে মেসি-বার্সার চুক্তির ন্যাপকিন

২০০১ সালে মাত্র ১৩ বছরের মেসির ফুটবল দক্ষতায় মগ্ধ হয়ে বার্সেলোনার তৎকালীন সভাপতি কোন কিছু না পেয়ে ন্যাপকিন পেপারের মেসির সঙ্গে চুক্তি করেন। অবশেষে মেসির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সেই ন্যাপকিন পেপারের নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

দ্য ওয়ার্ল্ড মোস্ট ফেমাস ন্যাপকিন। এ ন্যাপকিনে প্রথমবার মেসির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলে বার্সেলোনা। মেসির ফুটবল দক্ষতায় মুগ্ধ হয়ে তখনকার বার্সা কর্তারা একমুহূর্ত দেরি না করে হাতের কাছে থাকা ন্যাপকিন দিয়েই ফুটবলের এ জাদুকরের সাথে চুক্তি সেরে ফেলেন।

এরপরের গল্পটা সবারই জানা। বার্সেলোনার হয়ে কীনা জিতেছেন তিনি। সম্ভব্য সবকিছুই আছে তার ঝুলিতে। সময়ের সাথে সাথে ক্লাব ও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইতিহাস বদলে দেয়া এমন ন্যাপকিন বিখ্যাত হবে এটাই স্বাভাবিক।

সেই নিলামের দিনক্ষণ এবার চূড়ান্ত হলো। ১৮ মার্চ লন্ডনে বসতে যাচ্ছে এ নিলাম। চলবে ২৭ মার্চ পর্যন্ত।

যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস এর আয়োজন করতে যাচ্ছে। বর্তমানে নিউইয়র্কে এ ন্যাপকিন পেপারের প্রদর্শনী চলছে। নিউইয়র্কের পর প্যারিস ও লন্ডনেও এর প্রদর্শনী হবে। মূলত এরপরই বসবে নিলামের আসর।

ন্যাপকিনের দাম ৬ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছে আয়োজক সংস্থা। এমনকি এরচেয়ে বেশিও উঠতে পারে বলে জানিয়েছে তারা।

এর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির কাতার বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে উঠেছিলো। যা বিক্রি হয়েছিলো ৭৮ লাখ মার্কিন ডলার।