চীন সীমান্তে ২০টির বেশি শহর বিদ্রোহীদের দখলে

.
এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারের কাচিন প্রদেশে চীন সীমান্ত সংলগ্ন ১০টি সামরিক নিরাপত্তা চৌকির দখল নিতে সংঘবদ্ধ হামলা শুরু করেছে বিদ্রোহীরা। শান প্রদেশেও চীনের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি ভেঙে পড়ার মুখে বলে সতর্ক করেছে বিদ্রোহীদের জোট।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, চীন সীমান্তবর্তী ১২০ মাইল দীর্ঘ সড়কজুড়ে সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি।

লাইজা শহরে গোষ্ঠীটির প্রধান কার্যালয়ের কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত দুটি ঘাঁটি এরই মধ্যে চলে গেছে বিদ্রোহীদের দখলে। শান প্রদেশেও সামরিক আইন জারির ফলে চীনের মধ্যস্থায় কার্যকর অস্ত্রবিরতি ঝুঁকিতে বলে সতর্ক করেছে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স।

মিয়ানমার-চীন সীমান্তে ২০টির বেশি শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যপথসহ প্রদেশটির বড় অংশই তাং ন্যাশনাল লিবারেশন আর্মির দখলে। অক্টোবর থেকে বিদ্রোহীদের শুরু করা অভিযানে অঞ্চলটিতে শতাধিক নিরাপত্তা চৌকি ও সামরিক ঘাঁটি, কয়েকটি কমান্ড সেন্টারসহ সাতটি শহরের নিয়ন্ত্রণ হারায় জান্তা শাসকগোষ্ঠী।