ফুটবল
এখন মাঠে
0

আজকের পত্রিকাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে এখন টেলিভিশন

বাংলাদেশ জার্নালিস্ট স্পোর্টস এসোসিয়েশন বা বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে এখন টেলিভিশন। নকআউট পর্বের ম্যাচে আজকের পত্রিকাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে এখন। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছে এখন টেলিভিশনের মুজাহিদ শুভ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে খেলে এখন টেলিভিশন। সেই ধারায় ম্যাচের ৭ মিনিটে প্রধাংশু বর্মনের দুর্দান্ত ফ্রি-কিকে লিড পায় এখন টেলিভিশন। উজ্জীবিত এখন টেলিভিশন আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। সানি মৃধার ক্রস থেকে লিড দ্বিগুণ করেন মুজাহিদ শুভ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু'দল।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় আজকের পত্রিকা। উল্টো পরিকল্পিত এক আক্রমণে সানির ব্যাক পাস থেকে আবারও গোল করেন মুজাহিদ শুভ। ৩-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই ছিটকে যায় প্রতিপক্ষ।

শেষ পর্যন্ত দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে এখন টেলিভিশন। বাংলাদেশ জাতীয় ফুটবলের সাবেক গ্রেট তিন ফুটবলার মোহাম্মাদ হাসান, মোহাম্মাদ ইউসুফ ও আব্দুল গাফফারের কাছ থেকে উইনিং প্রাইজমানি গ্রহণ করেন অধিনায়ক আজহার লিমন ও ম্যানেজার হুমায়ুন কবির রোজ।

জোড়া গোল করে ম্যাচসেরা'র পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের মুজাহিদ শুভ।

আগামীকাল বৃহস্পতিবার শীর্ষ ১৬'র লড়াইয়ে বৈশাখী টেলিভিশনের বিপক্ষে মাঠে নামবে টিম এখন টেলিভিশন। 

ইএ