শ্রমিক ঘাটতি মেটাতে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৪ লাখ বিদেশি কর্মী নেয়ার ঘোষণা দিয়ে আসছে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ ইতালি। পূর্বঘোষিত গেজেট অনুযায়ী চলতি বছর দেশটিতে যেতে পারবেন ১ লাখ ৫১ হাজার কর্মী। এরজন্য আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশিরাও।
২০২৪ সালে বৈধভাবে কাজের জন্য ইতালির ভিসা পেতে ইতোমধ্যে আবেদন ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গেল ৩ অক্টোবর প্রকাশিত গেজেট অনুযায়ী আবেদন জমার ক্লিক ডে ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও, তা পরিবর্তন করে স্থায়ী ভিসার জন্য ক্লিক ডে নির্ধারণ হয়েছে - ১৮ মার্চ, স্থায়ী ভিসায় ডমেস্টিক ২১ মার্চ এবং অস্থায়ী বা কৃষি ভিসার ২৫ মার্চ।
ফ্লুসসি বা বৈধপথে শ্রমিক নেয়ার এই সুযোগে নির্ভুল আবেদন জমা দেয়ার বিষয়ে গুরুত্ব দেয়ার কথা বলা হচ্ছে। নয়তো এই সুযোগ হারানোর সম্ভাবনার পাশাপাশি প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন অনেকেই।
বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন ইতালির প্রেসিডেন্ট ড. এইচ এম মুক্তার বলেন, '২০২৩ সালের স্পনসর এবং কৃষি ভিসায় যে আবেদনপত্র জমা হয়েছিল সেগুলো ভুল শুধরে আবার নতুন করে ফেব্রুয়ারিতে জমা দেয়া ছিল আসলেই কঠিন ব্যাপার। বাংলাদেশিদের জন্য এখন ভলো হয়েছে কারণ অতীতের ভুলগুলো শুধরে আবার নতুন করে আবেদনপত্র জমা দিতে পারবে।'
ইতালিতে বৈধপথে শ্রমিক প্রবেশের এই সুযোগে ইউরোপের শ্রম বাজারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন প্রবাসীরা।
ইতালি প্রবাসী ইমরান খান বলেন, 'বৈধপথে যদি ইতালি আসতে পারে মালিক যদি সঠিক থাকে তাহলে এসে কাগজও করতে পারবে এবং সেই মালিকের অধিনে যদি কাজ করতে পারে তাহলে সহজেই কাজ পেয়ে যাবে।'
ইতালিতে দক্ষ শ্রমিক প্রবেশ করতে পারলে, বাংলাদেশে সুনামের সাথে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলেও মনে করছেন রেমিট্যান্স যোদ্ধারা। তবে দালাল চক্র থেকে সাবধান থাকার আহ্বান তাদের।





