সাহিত্য
সংস্কৃতি ও বিনোদন
0

২০২৪ সালে যেসব বই আপনার জীবন বদলে দিতে পারে

ক্ষুদ্র কিছু অভ্যাস পরিবর্তন করতে পারলে চমকপ্রদ ফলাফল পাওয়া সম্ভব। মানুষের অভ্যাস পরিবর্তিত করতে সহায়ক ভূমিকা রাখে বই। এমনকি ২০২৪ সালে কিছু বই আপনার জীবনকে বদলে দিতে পারে।

তেমন কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নামগুলো জেনে নিন:

১. আকান্কশা শর্মার লেখা 'নাইন মান্থ, নাইন নিউ হেবিটস: লাইফ চ্যাঞ্জিং বুকস ইন ২০২৪।' এ বছরের পরবর্তী নয় মাসের জন্য নয়টি বইয়ের তালিকা করা হয়েছে। আর এতে প্রতিমাসে আপনার নয়টি নতুন অভ্যাস গড়ে উঠতে পারে। যা থেকে আপনি অভাবনীয় ফলাফল পেতে পারেন।

২. আন্তজার্তিকভাবে সর্বোচ্চ বিক্রি হওয়া বই 'এটমিক হেবিটস'। বইটি লিখেছেন জেমস ক্লিয়ার।

৩. স্টিফেন আর. কোভি'র লেখা 'দ্য সেভেন হেবিটস অব হাইলি এফেক্টিভ পিপল' বইটিও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে আপনার জীবন গঠনে। যেকারণে বইটির ২৫ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

৪. 'দ্য হেবিট ব্লুপ্রিন্ট' বইটির ১৫টি সাধারণ ধাপ আপনার জীবনকে সহজভাবে রুপান্তর করতে সক্ষম। বইটি লিখেছেন প্যাট্রিক এডব্লাড।

৫. গ্রিচেন রুবিন'র লেখা 'বেটার দ্যান বিফোর' বইটি আপনাকে সংক্ষিপ্ত কিছু কৌশল দেবে। যাতে আপনি সফলভাবে নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে পারবেন। যার ফলাফল মন্দ হবে না।

৬. 'দ্য পাওয়ার অব হেবিট' বইটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। আপনি কেন এবং কিভাবে নিজের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে উন্নত জীবন গড়বেন তার পুরোটাই এ বইটিতে পাবেন। বইটি লিখেছেন চার্লস ডুহিগ।

৭. 'টিনি হেবিটস' বইটির মমার্থ হলো ছোটখাটো পরিবর্তনই সমস্ত কিছু পরিবর্তন করে দেয়। ২০২৪ সালে এ বইটি পড়েও আপনারা উপকৃত হতে পারেন। বইটির লেখক বি.জে. ফগ।

৮. আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে উন্নত করতে চাইলে 'ডলারস এন্ড সেন্স' বইটি পড়তেই হবে। বইটি আপনাকে সঠিকভাবে অর্থ ব্যয় করতে সহযোগিতা করবে। যৌথভাবে বইটি লিখেছেন ডান এরিইলি এবং জেফ ক্রিসলার।

৯. রয় এফ. বাউমেস্টার ও জন টিরনেই এর লেখা 'উইল পাওয়ার' বই আপনাকে অভ্যাস গঠন করে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

১০. 'ড্রাইভ' বইটি লিখেছেন নতুন চিত্তের লেখক ডেনিয়েল পিংক। জীবন বদলাতে এটি পড়তে পারেন।

এ সকল বই অভ্যাস পরিবর্তনের পাশাপাশি মানুষের আচরণ বোঝার ক্ষেত্রেও আপনাকে পারদর্শী করে তুলতে পারে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর