চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৩ শতাংশ, যা তৃতীয় প্রান্তিকের ৫ দশমিক ৪ শতাংশ প্রবদ্ধির তুলনায় কম।
অন্যদিকে সিঙ্গাপুরের শিল্পোৎপাদন খাতে প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিককে ১১ দশমিক ১ শতাংশ থেকে কমে ৪ দশমিক ২ শতাংশে নেমেছে।
তবে অর্থনীতিবিদরা বলছেন দেশটির অর্থনীতি এখনো চলতি বছরের জন্য ইতিবাচক প্রবণতায় রয়েছে। নির্মাণ ও পরিষেবা খাতেও শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া পরিষেবা খাত ৪ দশমিক ৩ বেড়েছে।
এদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সতর্ক করে বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মতো বৈশ্বিক ইস্যুগুলো সিঙ্গাপুরের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কমলেও জীবনযাত্রার ব্যয় বেড়েছে।