দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জি-৭ দেশগুলোর সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী, রুশ প্রতিরক্ষা ঠিকাদার দুই প্রতিষ্ঠান, একটি ব্যাংক ও একটি শিপবিল্ডিং কর্পোরেশন।
নিষেধাজ্ঞায় আরও আছে বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক, ড্রোন প্রস্তুতকারকসহ কয়েকটি প্রতিষ্ঠান।