২০২২ সালের সরকার বিরোধী বিক্ষোভের পর দেশটিতে প্রথম পার্লামেন্ট নির্বাচন এটি। এবারের নির্বাচনে পার্লামেন্টের ২৯০টি আসনের জন্য প্রায় ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি।
আনুষ্ঠানিকভাবে ইসলামিক পরামর্শ পরিষদ নামে পরিচিত এই পার্লামেন্টের মেয়াদ চার বছর। দেশটিতে ৬ কোটি ১২ লাখের বেশি ভোটার রয়েছে। তেহরানে ভোট দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।