দেশে এখন
0

শপথ নিলেন সংরক্ষিত ৫০ নারী সংসদ সদস্য

শপথ নিয়েছেন দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁদের শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা আগে দুপুর ১টার পরপরই জাতীয় সংসদ সচিবালয়ে আসতে শুরু করেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। বিকেল তিনটার মধ্যেই সংরক্ষিত ৫০ আসনের সব সংসদ সদস্যরা শপথ কক্ষে প্রবেশ করেন। নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩ টার আগে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরপর নির্ধারিত সময়ে বিরোধী দলের ২ জনসহ মোট ৫০ সংরক্ষিত নারী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে এসে নারী ও শিশুদের জন্য কাজ করার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান।

গত সংসদগুলোতে সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্যদের নিস্ক্রিয়তা নিয়ে নানা সমালোচনার জবাব দেন শপথ নেয়া এমপিরা। ব্যক্তির যোগ্যতার ওপর বিষয়টি নির্ভর করে জানিয়ে তারা বলেন, সাধারণ সংসদ সদস্যদের সাথে পাল্লা দিয়ে কাজ করবেন জনগণের জন্য। দ্রব্যমূল্য ও আর্থিক খাতের অনিয়ম নিয়েও সোচ্চার থাকবেন বলে জানান নারী সংসদ সদস্যরা।

এসময় বিরোধী দলীয় এমপিরা বলেন, সংখ্যায় কম হলেও সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। পাশাপাশি সরকারের ভালো কাজের অংশীদার হবেন বলেও জানান তারা।

শপথ গ্রহণ শেষে দ্বাদশ সংসদের চলমান প্রথম অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

নির্ধারিত সময় অনুযায়ী মার্চের ১৪ তারিখ সংরক্ষিত আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও কোনে প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন দাখিল করা ৫০ জনই নির্বাচিত হয়েছেন। যারমধ্যে ২ জন জাতীয় পার্টির আর বাকি ৪৮ জনই আওয়ামী লীগের। সরকার দলীয় এমপিদের মধ্যে ৭ জন গত সংসদেও সংরক্ষিত আসনে এমপি ছিলেন। ৪ জন আছেন যারা ৭ জানুয়ারির নির্বাচনে পরাজিত হয়েছিলেন। আর বাকি ৩৪ জন এমপি হয়েছেন প্রথমবারের মতো।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর