দেশে এখন
0

স্বীকৃতির অভাবে পথশিশুরা মানবসম্পদে পরিণত হচ্ছে না

আইনে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও জন্ম নিবন্ধনের বাইরে রয়ে যাচ্ছে কয়েক লাখ পথশিশু। মাঠ পর্যায়েও কার্যকর পদক্ষেপ নেই। এতে রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।

রক্তজবার মত পা তার। মনে হয়, ঐ তো মিলেছে স্বপ্ন। কিন্তু তাদের সাধ আর সাধ্যের ফারাক থেকে যায় রেললাইনের মতোই, কী শৈশব, কী কৈশোর কিংবা বার্ধক্যে! পথশিশু নামের শহরজুড়ে পরিচয়হীন ঘুরে বেড়ানো এসব শিশুরা, মৌলিক নাগরিক অধিকার কিংবা সামাজিক নিরাপত্তার সকল সুরক্ষার বাইরে তা সবারই জানা। কিন্তু কোনভাবে, গায়ে-গতরে খেটে যে ওরা একটু শিক্ষিত হয়ে উঠবে তারও সুযোগ নেই। কারণ জন্ম সনদের আওতায় নেই তারা।

এক পথশিশু বলে, জন্ম নিবন্ধন নাইকা, এজন্য স্কুলে ভর্তি নেয় না। কিন্তু আমি জানি না, জন্ম নিবন্ধন কী?

সেভ দ্য চিলড্রেনের পরিচালক (শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিভাগ) আব্দুল্লাহ আল মামুন বলেন, এই শিশুরা যখন জন্ম নিবন্ধনের সুযোগ পাচ্ছে না, তখন তারা প্রথমেই বাংলাদেশের যে নাগরিক হওয়ার সুবিধা আছে তা থেকে বঞ্চিত হচ্ছে।

রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের সকল সুযোগ-সুবিধা পেতে কিছু ক্ষেত্রে জন্মসনদ প্রদর্শন করা বাধ্যতামূলক। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট তৈরি, বিবাহ নিবন্ধন বা গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার মতো গুরুত্বর্পূণ সুযোগ-সুবিধায় দরকার জন্ম নিবন্ধন সনদ।

জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ১০ লাখ কিংবা ঢাকার ৭ লাখ পথশিশুই রাষ্ট্রীয় এই সুবিধা থেকে বঞ্চিত। অথচ এ নিয়ে নেই আইনের কোন ঘাটতি। ২০১৮ সালের জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা বলছে, পরিচয়হীন শিশুর বাবা-মা, জন্মস্থান ইত্যাদি না পাওয়া গেলেও নিবন্ধন করতে বাধা দেওয়া যাবে না। অসর্ম্পূণ স্থানে অপ্রাপ্য লিখে নিবন্ধন করতে হবে।

পথশিশুদের নিয়ে ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানেও তাদের জন্মসনদের বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে।

আইনজীবীরা বলছেন, আইন থাকার পরও মাঠ পর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের গাফিলতিতে ভুগছে পথশিশুরা।

আইনজীবী তাপস কান্তি বল বলেন, ‘যখন পথশিশুদের এই জন্মসনদ দেয়া হচ্ছে না। তখন সে যেসব সামাজিক সুবিধা গ্রহণ করতে পারতো সেগুলো থেকেও বঞ্চিত হচ্ছে।’

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বলছে, এ বিষয়ে নিবন্ধন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হলেও কার্যকরী ফল আসছে না। আর এখন পর্যন্ত কতজন পথশিশু নিবন্ধনের আওতায় এসেছে সেই পরিসংখ্যানও নেই তাদের কাছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. যাহিদ হোসেন বলেন, ‘অবশ্যই সবশিশু জন্ম নিবন্ধন পাওয়ার যোগ্য। এরকম কোন বিষয় নজরে আসেনি যে, আমাদের কোন সংস্থা সুবিধাবঞ্চিত শিশুর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অস্বীকার করেছে।’

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল ইসলাম বলেন, নাগরিক স্বীকৃতি পেলে সুবিধাবঞ্চিত শিশুরা ভবিষ্যতে মানবসম্পদে রূপান্তরিত হয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর
রাতে তাপমাত্রা কমার পাশাপাশি বাড়বে শীত

রাজধানীতে বেড়েছে অপরাধ; দুই মাসে ৬৮ হত্যাকাণ্ড, ২৫৪ জন গ্রেপ্তার

রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন: ডিটিসিএ

অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করলেও নানা জটিলতায় করদাতারা
অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করলেও নানা জটিলতায় করদাতারা

ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করবে ডিএনসিসি ও ট্রান্সপোর্ট ফর লন্ডন

বাসে ছাত্রদের হাফ ভাড়া ৭ দিন, ভোর ৬টা থেকে রাত ১২টা

সাতক্ষীরায় ঘের ভেসে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মাছ চাষি
সাতক্ষীরায় ঘের ভেসে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মাছ চাষি

পাঠ্যবই সংশোধনীর পরও বহু ভুল রয়ে গেছে

ঢাকায় দৈনিক গড়ে সংসার ভাঙছে ৫০টির বেশি
ঢাকায় দৈনিক গড়ে সংসার ভাঙছে ৫০টির বেশি

ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

ভিসা সংক্রান্ত নানা প্রত্যাশা মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের

মুখ থুবড়ে পড়েছে খুলনার কয়েক শ’ কোটি টাকার প্রকল্প