বাজার
0

শবে বরাতের আগে চড়া মুরগির বাজার

এবারও শবে বরাতের আগে থেকে বাড়ছে মুরগির বাজার। ১০ দিনের ব্যবধানে ব্রয়লারের কেজিতে বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে সোনালী ও দেশি মুরগির দামও বেড়েছে।

বিক্রেতাদের অভিযোগ, মুরগির খাদ্য ও বাচ্চার দাম বাড়ার অজুহাতে সরবরাহকারীরা দাম বাড়িয়েছে।

১০ দিন আগেও চট্টগ্রামের কর্ণফুলী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিলো ১৬৫ থেকে ১৭০ টাকায়। বর্তমানে যা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে।

ক্রেতাদের অভিযোগ, শবে বরাত ও রমজান শুরুর দিকে মুরগির চাহিদা থাকে বেশি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতি বছর দাম বাড়িয়ে দেয় বিক্রেতারা। এমন অবস্থায় সুষ্ঠু বাজার মনিটরিংয়ের দাবি তাদের।

চট্টগ্রামের মুরগির বাজার। ছবি: এখন টিভি

ক্রেতারা বলেন, রোজার মাস আসছে আবার সামনে শবে বরাত হয়তো এজন্য দাম বাড়তে পারে। আসলে বাজার মনিটরিং না করলে দাম নিয়ন্ত্রণে থাকবে না।

তবে বিক্রেতারা সরবরাহকারীদের ওপর দায় চাপাচ্ছেন। তারা বলছেন, বাচ্চা ও খাবারের দাম বাড়ার অজুহাতে বেশি দামে মুরগি কিনতে হচ্ছে।

বাজারে সপ্তাহ ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৩৫ বেড়ে বিক্রি হচ্ছে ৩১০ টাকায় আর দেশি মুরগি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।

গেল বছর এই সময় ব্রয়লার মুরগির দাম রেকর্ড ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিলো।