যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুপারিশ বাংলাদেশের

ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কয়েক দফা সুপারিশ করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম দফার শুনানিতে অংশ নেন বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

গাজায় অবৈধ দখলদার ও ইসরাইলি বাহিনীর প্রত্যাহারসহ ক্ষতিপূরণ দাবি করেন বাংলাদেশের প্রতিনিধি। তিনি বলেন, ‘বৈষম্যমূলক আইনসহ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগে বাধা সৃষ্টিকারী সব কর্মকাণ্ড ইসরাইলকে বন্ধ করতে হবে’।

গাজা উপত্যকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং ঘটনার পুনরাবৃত্তি না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে। সেইসঙ্গে জোরপূর্বক ভূখণ্ড দখলের নিষেধাজ্ঞা, ইসরাইলের অন্যায় কাজের স্বীকৃতি না দিতে সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

চলমান সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরও পদক্ষেপের আশা এবং জাতিগত বৈষম্য অবসানে অবিলম্বে ব্যবস্থা নেয়ার কথাও এসময় বলা হয়। দ্বিতীয় দফার শুনানিতে অংশ নেবে কানাডাসহ আরও পাঁচ দেশ।

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।

এসএস