দেশের পশ্চিম প্রান্তের রাজ্যটিতে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে উত্তর থেকে দক্ষিণে সরে যাচ্ছে সেনাবাহিনী, দাবি আরাকান আর্মির।
স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানায়, গেলো রোববার রাজ্যের মিয়েবন শহরের দু'টো পার্বত্য নিরাপত্তা চৌকি থেকে আকাশপথে সেনাদের সরিয়ে নেয়া হয়। সরে যাওয়ার আগে চৌকির ভেতরে অস্ত্রের মজুত ধ্বংস করে দিয়ে যায় সেনারা।
অন্যদিকে, দক্ষিণের রামরি শহরে স্থল, নৌ ও আকাশপথে চালানো হচ্ছে তীব্র হামলা। অক্টোবর-নভেম্বরে শুরু করা অভিযানে সেনাবাহিনীকে কোণঠাসা করে ফেলেছে বিদ্রোহী জোট। নিয়ন্ত্রণ নিয়েছে ১৭০টির বেশি সামরিক ঘাঁটি আর রাখাইন ও চিন রাজ্যের সাতটি শহরের। সেনাবাহিনী আত্মসমর্পণ না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিদ্রোহীদের।