সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী এবং তিন বাহিনীর প্রধান। জার্মানি সফরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এছাড়া যোগ দেন প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায়।
প্রধানমন্ত্রী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের প্যানেল আলোচনায় ৬টি প্রস্তাব উত্থাপন করেন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থ ছাড় এবং অস্ত্র তৈরির প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান প্রধানমন্ত্রী।