ফুটবল
এখন মাঠে
0

১০ দিন পর সাফের ট্রফি পেলো মেয়েরা

১০ দিন পর সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে পেলো মেয়েরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেয়া হয় বাংলাদেশ নারী ফুটবল দলকে।

অন্য যেকোন দিনের চেয়ে এদিনের বিকেল একটু ভিন্ন রকম। কারণ অনেক নাটকীয়তার পর স্বপ্নীল ট্রফি নিজেদের উঠানে। ভারতের সাথে যৌথ চ্যাম্পিয়ন হবার পর স্বাগতিক হয়েও ট্রফি পায়নি বাংলার মেয়েরা। ট্রফি নিয়ে যায় ভারত। তাই বাংলাদেশের মেয়েদের ট্রফি বুঝিয়ে দিলো সাফ।

১০ দিন পর ট্রফি পেয়ে আক্ষেপ মিটেছে। স্বপ্ন তাই বিস্তৃত হয়েছে আফিঈদার। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের অধিনায়ক আফিঈদা খন্দকার বলেন, 'ভারতকে ট্রফি দিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে দেয়নি। এটা নিয়ে দলের সবার খুব আক্ষেপ ছিলো। আমি সবাইকে বলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটাই অনেক। ট্রফিটাই আসল না।'

টুর্নামেন্টে ৪টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা ফুটবলর বাংলাদেশের সাগরিকা। বলেন, 'আমি তো জানতাম না যে সেরা খেলোয়াড় বা গোলদাতার ট্রফি পাবো। আজকে শুনে খুব ভালো লাগছে। হাল ছাড়লে হবে না। আমি আরও বড় কিছু করতে চাই।'

৮ ফেব্রুয়ারির ফাইনালে ম্যাচ রেফরির ভুলে বেঁধেছিলো যত গণ্ডগোল। বির্তক ছড়িয়েছিলো। যে কারণেই দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আগের আসরের চ্যাম্পিয়নও বাংলাদেশ। সাফল্যের এই যাত্রায় আফিউদা সাগরিকাদের জন্য অপেক্ষা করছে আরও ভিন্ন কিছু।

ওমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'ওয়ালটন দলের সবাইকে একটা করে টিভি দিবে। এছাড়াও আমাদের আরও কিছু সংবর্ধনা আছে।'

চ্যাম্পিয়ন মেয়েদের ট্রফি দেয়ার আয়োজনটা সাদামাটা হলেও আর্থিক পুরস্কারসহ সংবর্ধনার দেয়া পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর