এশিয়া
বিদেশে এখন
0

কৃষকদের ধর্মঘটে উত্তপ্ত পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত

ভারতে দেশজুড়ে আন্দোলনরত কৃষকদের ধর্মঘটে উত্তপ্ত হয়ে ওঠেছে পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শম্ভু সীমান্তে পুলিশ আর বিক্ষুব্ধ কৃষকদের সংঘর্ষের পর থেকে শনিবার (১৭ ফেব্রুয়ারি)-ও থমথমে হয়ে আছে অঞ্চলটির পরিস্থিতি।

একদিন আগেই অবস্থান ধর্মঘটে থাকা কৃষকদের উপর চড়াও হয় পুলিশ। টিয়ার গ্যাসের বিপরীতে পাথর ছুঁড়ে জবাব দেয় কৃষকরা। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিজেপি সরকারের মন্ত্রীদের সঙ্গে চতুর্থ দফা বৈঠক সামনে রেখে রাজধানী ঘেরাওয়ে 'দিল্লি চল' কর্মসূচি স্থগিত রেখেছে কৃষকরা। তবে অব্যাহত আছে 'ভারত বনধ্' আন্দোলন।

কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, কৃষকদের মজুরি ও পেনশন নীতি চালুসহ ২১ দফা আদায়ে গেলো মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজপথে নামে ভারতের বিভিন্ন রাজ্যের হাজার হাজার কৃষক।

আন্দোলনে কৃষি ও পরিবহনসহ বিভিন্ন খাতে এরইমধ্যে দেখা দিয়েছে অচলাবস্থা। নগরাঞ্চলে দেখা দিয়েছে দুধ ও সবজির ঘাটতি।

এর আগে ২০২০-২১ সালে কৃষকদের তীব্র আন্দোলনের মুখে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে মোদি সরকার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর