শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মেক্সিকান প্রশাসন জানায়, গেল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ক্যারিবীয় উপকূলে ইউকাতান উপদ্বীপে নিয়মিত টহলের সময় বাসটির পথ রোধ করে জননিরাপত্তা পুলিশ। সেসময় বাসটিতে ১৩৯ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং ১১ জন অভিভাবকবিহীন শিশু ছিল।
তাদেরকে আটকের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটককৃতরা লাতিন আমেরিকা ও এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের আটটি দেশের নাগরিক। এদের মধ্যে ব্রাজিল, হন্ডুরাস এবং ভারত, পাকিস্তান ও জর্ডানের নাগরিক আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বাস দু'টির চালকদেরও আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে বহুল ব্যবহৃত কুইন্তানা রু রুটেই আটক করা হয় তাদের।