অর্থনীতি
0

বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের স্টলে ভিড়

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে হরেক রকম পাটজাত পণ্য। মাদুর, দোলনা, পুতুল ও ব্যাগসহ হরেক রকমের পাটজাত পণ্য কিনতে এসব স্টলে ভিড় করছেন ক্রেতারা।

দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে সুয়াদকে নিয়ে ঘরের জন্য পছন্দের পণ্য কিনতে মেলায় এসেছেন মা আফসানা।

কেরানীগঞ্জ থেকে বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমে এসেছেন পাটজাত পণ্যের দোকানে। ঘর সাজাতে পাটজাত পণ্যই পছন্দের শীর্ষে রয়েছে বলে জানান তিনি।

আফসানা আরও বলেন, ‘এসব পণ্য দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগে। আর আমাদের উচিত বেশি বেশি দেশীয় পণ্য কেনা ও ব্যবহার করা।’

এক ক্রেতার বলেন, ‘আমার প্রকৃতির সঙ্গে থাকতেই বেশি ভালো লাগে। তাই পাটজাত পণ্য কেনারও চেষ্টা করছি।’

বিক্রেতারা বলেন, ‘আমাদের সুযোগ থাকলে এসব দেশীয় পণ্য আমরা বিদেশেও পর্যাপ্ত রপ্তানি করতে পারতাম।’

এদিকে শেষ সময়ে এসে মেলাপ্রাঙ্গণ জুড়ে পণ্যের দামে কয়েকগুণ ছাড় বেড়েছে। যেখানে কম-বেশি প্রতিটি পণ্যেই ছাড় দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। ফলে পছন্দের পণ্য ছাড়ে কিনছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, আমরা শেষ মুহূর্তে সীমিত লাভে পণ্য বিক্রি করছি। শুরুর দিকে বেচাকেনা কম হলেও শেষের দিকে ভালো বেচাকেনা হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়ায় মেলায় চুরির ঘটনা ঘটে। তাই শুক্রবার সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।