অন্য সব খেলা
এখন মাঠে
0

প্রত্যাবর্তন রাঙাতে চায় উষা ক্রীড়া চক্র

প্রিমিয়ার লিগ হকিতে নিজেদের প্রত্যাবর্তনটা রাঙাতে চায় ঐতিহ্যবাহী উষা ক্রীড়া চক্র। কোচ ও খেলোয়াড়দের প্রত্যাশা আসন্ন লিগে সেরা চারের মধ্যে থাকবে ক্লাবটি।

প্রায় আট বছর পর হকি প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের অপেক্ষায় উষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়নরা আসন্ন লিগকে সামনে রেখে প্রতিদিন বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে অনুশীলন করছে। তেমন তারকা সমৃদ্ধ দল না হলেও তাদের প্রত্যাশা প্রত্যাবর্তনটা রাঙানো।

কোচ আশিকুজ্জামান বলেন,

ক্লাবটিতে রয়েছে জাতীয় দলের ৫ জন খেলোয়াড়। তাছাড়া যুব দলের তিনজনও আছে উষা ক্রীড়া চক্রের স্কোয়াডে। লিগে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ খেলতে বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

রফিকুল ইসলাম কামাল বলেন,

জাতীয় দলের নিয়মিত মুখ অসীম গোপ। যদিও সবশেষ এশিয়ান গেমসে জায়গা হয়নি স্কোয়াডে। পুরনো ক্লাবের প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন চান এই গোলরক্ষক। বলেন,

সবশেষ ২০১৬ সালে হকি প্রিমিয়ার লিগ খেলেছিলো উষা ক্রীড়া চক্র। পরবর্তী আসর শুরুর আগে ফেডারেশনের কাছে

দলবদলের জন্য সময় বাড়ানোর আবেদন করে সাড়া না পেয়ে লিগে অংশ নেয়নি ক্লাবটি। যার দরুণ নিয়মমাফিক প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয় দলটিকে। তার পরের মৌসুমেও খেলা হয়নি তাদের। গেল বছরে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আবারও লিগ খেলার যোগ্যতা অর্জন করে।