বিদেশে এখন
0

অ্যামাজন বনে রেড অ্যালার্ট জারির পরামর্শ

গাছকাটা বন্ধে দ্রুত পদক্ষেপের তাগিদ

২০৫০ সালের আগেই অ্যামাজন বনের প্রায় অর্ধেক মরুভূমিতে রূপ নিতে পারে। এমনই উদ্বেগ জানিয়েছে ব্রাজিলের একদল গবেষক।

৫৫ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত ও ৯টি দেশের মাঝ দিয়ে বয়ে গেছে অ্যামাজন বন। যেখানে দাবানল যেন মহামারি আকার ধারণ করেছে, যা দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে। অতিরিক্ত খরা ও তাপমাত্রার অস্বাভাবিক আচরণে হুমকির মুখে বিশ্বের সর্ববৃহৎ এই রেইনফরেস্ট।

ব্রাজিলের ‘ফেডারেল ডি সান্টা কাতারিনা’ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে অ্যামাজন রেইনফরেস্টের প্রায় অর্ধেক বিপন্ন হয়ে যেতে পারে।

সান্টা কাতারিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক বার্নার্ডো ফ্লোরস বলেন, অ্যামাজনের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। বলছি না, এ শতাব্দী কিংবা আগামী শতাব্দীর শেষের দিকেই তা ঘটবে, তবে আমরা যতদূর ভাবছি তার আগেই অ্যামাজনে বিপর্যয় দেখা দেবে। ২০৫০ সালের আগেই অ্যামাজনে চূড়ান্ত পরিণতি দেখতে হতে পারে।

তাই বিশ্বের সর্ববৃহৎ এই রেইনফরেস্টে এখনই রেড অ্যালার্ট জারির পরামর্শ গবেষকদের। তারা বলছেন, ৫০ বছরে জীববৈচিত্র্য কমার বড় একটা কারণ হচ্ছে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় ব্যবহার। এই ধারা আগামী চলতে থাকলে লবণাক্ততা ও দূষণের কারণে মাটির গুণগত মান আরও খারাপ হবে। ফসল চাষের জন্য বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বন এরইমধ্যে ধ্বংস হয়ে গেছে। এর ফলে ক্রান্তীয় রেইনফরেস্টের মতো বড় বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়েছে। এই বাস্তুতন্ত্রই সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করে।

এই সম্পর্কিত অন্যান্য খবর
উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হার, ব্রাজিলের ড্র

বিশ্বকাপ বাছাইপর্বের পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল–আর্জেন্টিনা

ব্রাজিলে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১

বাছাইপর্বে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল

স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৫১ জন নিহত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলের জয়

চট্টগ্রাম থেকে বছরে ৩০-৪০ লাখ ডলারের দড়ি রপ্তানি
চট্টগ্রাম থেকে বছরে ৩০-৪০ লাখ ডলারের দড়ি রপ্তানি

ইসরাইলি হামলার ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা

চীন থেকে বিমান কিনবে ব্রাজিলের লিনহাস এরিয়া এয়ারলাইন্স

জলবায়ু পরিবর্তনে আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

ব্রাজিলে সরাসরি সম্প্রচারের মধ্যেই মেয়রপ্রার্থীদের লড়াই