মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি'র এ জোট গেল অক্টোবর থেকে এ সেনাবাহিনীর কয়েকশ' ঘাঁটি এবং অর্ধশত শহর দখল করেছে।
বিশেষ করে উত্তরের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ তীব্র হয়েছে সম্প্রতি।
জোরদার আক্রমণে নাকাল সেনাবাহিনী আরাকান আর্মির অগ্রসর হওয়া ঠেকানোর চেষ্টায় ধ্বংস করে দিয়েছে রাখাইন থেকে রাজধানী সিতওয়েমুখী দুটি গুরুত্বপূর্ণ সেতু। আকাশ ও নৌপথে সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যেই স্থলযুদ্ধে এগিয়ে রয়েছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তবর্তী মংডুতে এদিন সাত সেনাকে হত্যা করেছে বিদ্রোহীরা।