এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের ভোট শেষ, চলছে গণনা

সহিংসতায় ৬ পুলিশ সদস্য নিহত

বিচ্ছিন্ন কিছু সহিংসতার মধ্যেই শেষ হলো পাকিস্তানের ১৬তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

অনিয়মের অভিযোগ তুলে পিটিআই দেশব্যাপী ভোটগ্রহণের সময় বাড়ানোর আবেদন করলেও মাত্র গুটিকয়েক কেন্দ্রে সময় বাড়িয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। স্থানীয় সময় বিকেলে খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহত হন ৬ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটিতে বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট ও মোবাইল সংযোগ। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে কয়েকটি স্থল সীমান্ত।

এবারের নির্বাচনে জাতীয় পরিষদের ২৬৬টি আসনে লড়ছেন ৫ হাজার ১২১ জন প্রার্থী। একইসঙ্গে প্রাদেশিক পরিষদের প্রার্থী ১২ হাজার ৬৯৫ জন। কোন দলের সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৩৪টি আসন।