এশিয়া
বিদেশে এখন
0

বেলুচিস্তানে বিস্ফোরণে ২৪ জন নিহত

নানা অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে রয়েছে পাকিস্তান। এরমধ্যেই বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির বেলুচিস্তান প্রদেশে রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন।

যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন মুখপাত্র। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেশটিতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।

পাকিস্তানের কয়েকটি অঞ্চলে গত কয়েকদিনে সন্ত্রাসী হামলার ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশঙ্কার মধ্যেই এই নির্বাচন হতে চলেছে।

৮ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর