বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে মাধ্যমিক পর্যায়সহ সব স্তরে জাতীয়ভাবে খেলাধুলার আয়োজন করা হবে। এসময় বঙ্গব্ন্ধু পরিবার কতটা ক্রীড়া অনুরাগী ছিলেন সেই স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতার উদ্যোগেই এই শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমাদের পরিবার সবসময় স্পোর্টসের সঙ্গে জড়িত। খেলাধুলাকে আরও উন্নত করা আমাদের লক্ষ্য।’
বক্তব্যের পর প্রধানমন্ত্রী শীতকালীন এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ভার্চুয়ালি যুক্ত প্রতিযোগীরা বেলুন ওড়ানোর মাধ্যমে চূড়ান্ত পর্ব শুরু করেন। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৮টি ডিসিপ্লিনে ৮২৪ জন অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।