ক্রিকেট
এখন মাঠে
0

ট্রেন দুর্ঘটনা স্মরণে টেস্ট সিরিজ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ট্রফিতে একটি বিশেষত্ব রয়েছে। এ ট্রফির মাধ্যমে স্মরণ করা হচ্ছে এক ট্রেন দুর্ঘটনাকে।

১৯৫৩ সালের ক্রিসমাসের আগের দিন নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে অকল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে টাঙ্গিওয়াই ট্রেন। সেই ট্রেনে যাত্রী ছিলেন সাবেক কিউই পেসার বব ব্লেয়ারের বাগদত্তা নেরিসা লাভ। সেদিন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। ঘটনাস্থলেই মারা যায় নেরিসা লাভসহ ১৫১ জন মানুষ।

তার একদিন আগে জোহানেসবার্গে শুরু হয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ। ক্রিসমাসের দিনেও সে খবর পৌঁছায়নি কিউই ক্রিকেটারদের মাঝে। সেদিন টিম হোটেলে আনন্দেই কেটেছিল তাদের। কিন্তু পরদিনই বিষাদের সুর বাজতে থাকে কিউই স্কোয়াডে। কারণ বক্সিং ডে'তে তাদের ঘুম ভেঙেছে টাঙ্গিওয়াই ট্রেন দুর্ঘটনার খবরে।

সেদিন কিউই টিম ম্যানেজম্যান্ট ঘোষণা করে যে, ব্লেয়ার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু ইনিংসে নিউজিল্যান্ডের নবম উইকেট পতনের পরই ব্যাটিংয়ে নেমে যান ব্লেয়ার। এই ঘটনা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও হতবাক করে দেয়। এ ঘটনা নিউজিল্যান্ডের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে একটি।

এই ঘটনাকে স্মরণ করতেই ট্রফিটিকে প্রতীক হিসেবে বেছে নেয়া হয়েছে। টাঙ্গিওয়াই ট্রেন দুর্ঘটনায় অতীত ইতিহাস জানাতেই এমন উদ্যোগ নিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। তাদের ধারণা টেস্ট সিরিজটির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মর্মান্তিক দুর্ঘটনার পরও দেশের প্রতি একজন খেলোয়াড়ের নিবেদন সম্পর্কে জানতে পারবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর পরবর্তী ম্যাচটি হবে হ্যামিল্টনে। সেখানে বিশেষ দৃষ্টি থাকবে এই ট্রফিটির দিকেই।

আর সিরিজটা জিততে নিশ্চয়ই প্রাণপণ চেষ্টা চালাবে স্বাগতিকরা। কারণ ট্রফিটি যে নিউজিল্যান্ডের ক্রীড়া ইতিহাসের অন্যতম ধারক।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর