২০২৪-২৫ অর্থবছর সামনে রেখে এবারও ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা, চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রত্যেক আলেচানায় সভাপতিত্ত্ব করবেন এনবিআর চেয়রম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এনবিআর ভবনে প্রতি দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় চলবে এ আলোচনা। তবে কোনো কোনো দিন রাখা হয়েছে শুধু এক বেলা। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়েও আলোচনা করবে এনবিআর।
৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত টেলিভশন চ্যানেল ওনার্স অ্যাসেসিয়েশন (অ্যাটকো) এবং নিউজপেপার ওনার্স অ্যাসেসিয়েশন বাংলাদেশ (নওয়াব) এর সঙ্গে বসবে।
৫ ফেব্রয়ারি দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম, ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য মিডিয়া সংগঠনের সঙ্গে আলোচনায় বসবে।
৬ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, লিজিং ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে আহ্বান করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রি এবং দুপুড় আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসবে ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সঙ্গে।
৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টায় বসবে বেজা, বিডা, বেপজাসহ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগ উন্নয়ন সংস্থার সঙ্গে। একই দিন দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টায় আহ্বান করা হয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স, ওমেন চেম্বার, উইন্ড এসোসিয়েশন, এটমা, বিসিসিসিআই ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে।
১১ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে আইসিএমএবি, আইসিএবি, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিয়েটস, বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামসহ সহায়ক পেশজীবী সংগঠন। একই দিনে দুপুর আড়াইটা থেকে নির্মাণ শিল্প, ঔষধ, রাবার ও প্লাস্টিক শিল্প, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসা খাতের সঙ্গে বসবে এনবিআর।
১৩ ফেব্রুয়ারি সকালে সিরামিক, লেদার, ট্যানার্স ও বারভিডাসহ বেশ কয়েকটি অ্যসোসিয়েশনকে আহ্বান করা হয়েছে। অপরদিকে বিকেলে সিএন্ডএফ, শিপিং, ফ্রেইট, ফরওয়ার্ডিং, ট্যাক্সলইয়ার্স ইন্ডেন্টরসহ বেশ কয়েকটি সহায়ক পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে এনবিআর।
১৪ ফেব্রুয়ারি হোটেল, রেস্টুরেন্ট, গেস্টহাউস ও বিবিধসেবা, কগজ, মুদ্রণ, প্রকাশনা চলচ্চিত্র বিজ্ঞাপনসহ কৃষি, রাসায়নিক ও সেবাখাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু এসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর। একই দিনে বিকেলে বসবে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে।
১৮ ফেব্রুয়ারি বিকালে বিইএ,ইআরজি, বিআইডিএস, সিপিডি, পিআরআই, পিডব্লিউসি, এসএমই ফাউন্ডেশন, এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসসহ অন্যান্য অর্থনীতিবিদ ও পেশাজীবী সংগঠনের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর।
২২ ফেব্রুয়ারি সকালে বিজিএমপিএ, বিপিবিএমইএসহ বিভিন্ন রপ্তানি খাত ও বিকেলে ই-কমার্স, তৈল,গ্যাস, খাদ্য পানীয়, কেমিক্যালসহ রাসায়নিক, তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন সেবা খাতের সঙ্গে আলোচনা করবে রাজস্ব বোর্ড।
২৭ ফেব্রুয়ারি সকালে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর। আর বিকেলে কম্পিউটার, আইসিটি, টেলিযোগাযোগসহ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্যবসা সংক্রান্ত সংগঠনের সঙ্গে বসবে এনবিআর।
২৮ ফেব্রুয়ারি সকালে আইসিএবি, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা চেম্বার এবং বিকেলে মেরিন ফিসারিজ, পেপার মিলস, ইলেকট্রিকাল মটর পাম্প, বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনসহ বিভিন্ন এসোসিয়েশনকে আলোচনায় আহ্বান করা হয়েছে।
৫ মার্চ সকালে বিজিএমইএ,বিকেএমইএ, বিটিএমইএসহ পোশাক রপ্তানিখাতের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর। বিকালে বিড়ি শিল্প মালিক সমিতি, বেভারেজ ম্যানুফ্যাকচারার্সহ বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর।
১০ ফেব্রুয়ারি বরিশালে, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিন চট্টগ্রামে, ২৪ ফেব্রুয়ারি রংপুরে, ২ মার্চ সিলেটে ও ৭ মার্চ রাজশাহীতে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, গণ্যমাণ্য ব্যক্তি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে বাজেট আলোচনায় বসবে এনবিআর।





