ফুটবল
এখন মাঠে
0

রাতে মাঠে নামছে মায়ামি- আল নাসর

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় মাঠে নামছে ইন্টার মায়ামি ও সৌদির ক্লাব আল নাসর। মায়ামির হয়ে মেসি খেললেও ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় মাঠে দেখা যাবে না রোনালদোকে।

আল নাসর আর মায়ামির ম্যাচ দেখতে আকাশচুম্বি টিকিটের মূল্য থাকার পরও ফুটবল অনুরাগীদের মাঝে আগ্রহ তুঙ্গে। এই ম্যাচটি যে বাড়তি রসদ যোগাবে এর অবশ্য আরও একটি কারণ ছিল। মেসির সাথে এ ম্যাচে জুটি বাঁধবেন সুয়ারেজ। সেই সাথে জর্দি আলবা বুসকেতসরা তো আছেনই।

বার্সা আর রিয়ালের সাবেক তারকাদের এমন আগমনীতে ঠিক এল ক্লাসিকো না হলেও, ফুটবল ক্লাসিকো বলা যাবে সহজেই। তবে, বহুল কাঙ্ক্ষিত এমন ম্যাচে পাওয়া যাবে না সি আর সেভেনের দর্শন। কয়েকদিন আগে চোটে পড়া রোনালদোকে নিয়ে ধারণা করা হচ্ছিলো এ ম্যাচে মাঠে ফিরবেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় মেসি-রোনালদো দ্বৈরথ আর দেখা হচ্ছে না। এমনটাই নিশ্চিত করেছেন আল নাসর কর্তৃপক্ষ। ফলে এ ম্যাচ যে রং হারাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মেসি-রোনালদোর ম্যাচে টিকিটের উচ্চমূল্য নতুন কিছু না। এর আগে গেলবছর মেসি পিএসজিতে থাকাকালীন সৌদির অল স্টারের সাথে মুখোমুখি হয়েছিল। সে ম্যাচেও মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে রোনালদো। সেসময় ওই ম্যাচের সর্বোচ্চ দামে একটি টিকিট বিক্রি হয়েছিল ২৬ লাখ মার্কিন ডলার। আর আল নাসরের বিপক্ষে এই ম্যাচে শুধু প্লাটিনাম ক্যাটাগরি টিকিটের দাম ধরা হয়েছে প্রায় ১২ হাজার মার্কিন ডলার। তবে এতো দাম দিয়ে টিকিট কিনেও এবার আর সেই দ্বৈরথ দেখা হচ্ছে না।

যদিও প্রাক মৌসুমে মায়ামির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি একটিতেও। এমনকি সবশেষ আল হিলালের সাথে মেসিদের হারতে ৩-৪ গোলে। এবার আল নসরের বিপেক্ষে মেসি-সুয়ারেজ জুটি জয় এনে দিতে পারে কি না সেটা সময়ের কাছেই তোলা রইলো।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর