বাজার
দেশে এখন
0

মজুতদারদের ধরতে মাঠে নামলেন খাদ্যমন্ত্রী

চালের বাজারে অস্থিরতা নিরসনে খাদ্যমন্ত্রী নিজেই এবার মাঠে নেমেছেন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে চালের গুরুত্বপূর্ণ মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযানে অংশ নেন তিনি।

রাজধানীসহ সারাদেশে চালের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ভোক্তাদের নাখোশের চিত্র আমলে নিয়ে খাদ্যমন্ত্রণালয় অভিযান শুরু করে।

এর অংশ হিসেবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে কুষ্টিয়ার খাজানগরে বিভিন্ন মিলে অভিযান চলে। এসময় অবৈধভাবে আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা করে দেয়া হয়। একইভাবে ধান মজুতের দায়ে আল্লাহর দান রাইস মিলের ধানের গোডাউনও সিলগালা করা হয়।

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, 'সর্বস্তরেই এরা লোভের মধ্যে পড়ে গেছে। লোভে পড়ে যেমন দাম বাড়িয়েছে, সরকারকেও বেকায়দায় ফেলেছে। পাশাপাশি অন্তবর্তীকালীন অতি মুনাফার সুযোগটাও তারা নিয়েছে।'

চালকাল মালিকরা বলছেন অভিযানে বড় ধরনের কোন অনিয়ম পাওয়া যায়নি। সুতরাং ধানচাল মজুতে খুচরা ব্যবসায়ীদের ঢালাও অভিযোগ সত্য নয়।

চালকল মালিকরা বলেন, 'নির্ধারিত দামের বেশি কোন মিল মালিক চাল বিক্রি করেনি এটা প্রমাণিত হয়েছে। আগামী দিনেও চালের বাজার যেন না বাড়ে সেই বিষয়ে চেষ্টা থাকবে।'

বাজারে চালের দর সহনশীল পর্যায়ে নামিয়ে আনতে চালকল ও মিলারদের সঙ্গে মতবিনিময়সহ দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, 'স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে যে এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের খাদ্য কর্মকর্তারাও অব্যাহত রাখবেন।'

গেলো ডিসেম্বর থেকে হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়। রাজধানীসহ সারাদেশে খাদ্য মন্ত্রণালয় অভিযান পরিচালনা করছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর
সেনাপ্রধানের বরিশাল এরিয়া পরিদর্শন

সেনাবাহিনীর অভিযানে ১২১ পিস ভারতীয় কম্বল জব্দ

নেত্রকোণায় উন্মুক্ত নিলামে ৩০ হাজার ঘনফুট বালু ৫ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি

হিলিতে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ট্রাফিক আইনে একদিনে ১৬৫৭ মামলা, ৬৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে ১৬ লাখ টাকা ও ৯০০ বস্তা চিনি জব্দ

গোলাম দস্তগীরের বাড়িতে ডিবির অভিযান, ভাংচুরের অভিযোগ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯২৯ মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা

ট্রাফিক আইনে ডিএমপির ১৭৭৯ মামলা, ৭৩ লাখ টাকা জরিমানা

বেধে দেয়া দামে খুচরা-পাইকারিতে মিলছে না ডিম

বিভিন্ন স্থানে বন্ধ ডিমের পাইকারি আড়ত, জরিমানার ভয়ে কমেছে বিক্রি

কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সমর্থনে কামালার নতুন প্রস্তাব