তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে দেড় মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে এই দম্পতিকে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে এ মামলার রায় ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। আদালতে বিচারক মুহাম্মদ বশির এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে সব ধরণের সরকারি দায়িত্ব পালন থেকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। একই সঙ্গে এই দম্পতিকে দেড় মিলিয়ন রুপি জরিমানাও করা হয়েছে।
পাকিস্তানে সাধারণ নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে এবার রায় ঘোষণা হলো বহুল আলোচিত তোশাখানা মামলার। পাকিস্তানের সাধারণ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে পর পর দুটি মামলায় ইমরান খানের সাজা রায় ভোটে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
২০২২ সালের আগস্ট মাসে বিদেশি প্রতিনিধিদের কাছ থেকে দামি উপহার নেয়ার মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে। গেল মাসে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি নতুন করে তোশাখানা মামলার তথ্য প্রমাণ তুলে ধরে আদালতে। সেখানে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে তারা দামি গহনা নেয়ার তথ্য গোপন করেন তারা।
তোশাখানা মামলার মাত্র ১ দিন আগে সাইফার মামলায় ইমরান খান ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের সাজা দেয় আদালত। এর মধ্য দিয়ে আইনের কঠিন মারপ্যাচে পরে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।