সংস্কৃতি ও বিনোদন
0

পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ফিপরেসি অ্যাওয়ার্ড পেলো ‘সাবিত্রী’

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ফিপরেসি অ্যাওয়ার্ড পেয়েছে ‘সাবিত্রী’।

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে ঘিরে নির্মিত হয়েছে 'সাবিত্রী' চলচ্চিত্রটি। সরকারি অনুদানের সিনেমাটি বানিয়েছেন নির্মাতা পান্থ প্রসাদ। একাত্তর ও বর্তমান সময়ের মিশেলে সিনেমাটির গল্প লিখেছেন নন্দিত সাংবাদিক ও গল্পকার তুষার আবদুল্লাহ।

‘সাবিত্রী’ সিনেমার বিভিন্ন চরিত্রে রোকেয়া প্রাচী, অনন্ত হীরা, বৈশাখী ঘোষ, নার্গিস, সৈকত সিদ্দিকী, শাহরিয়ার বকুল, বৈদ্যনাথ সাহা, শ্যামল, আরতীসহ অনেকে অভিনয় করেছেন।

এছাড়া অন্যান্য বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে-

বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগ

সেরা শর্টফিল্ম: লায়লা

এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগ

সেরা চিত্রনাট্য: ডব

সেরা চিত্রগ্রাহক: মাইটি আফরিন

সেরা অভিনেত্রী: বাদেমা (দ্যা কর্ড অব লাইফ)

সেরা অভিনেতা: অঞ্জন দত্ত (চালচিত্র এখন)

সেরা পরিচালক: জগত মানয়ারনা

সেরা চলচ্চিত্র: দ্য কর্ড অব লাইফ (চীন)

স্পেশাল জুরি মেনশন ফিল্ম: বাইকত

স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম (মাইটি আফরিন)

চিলড্রেন ফিল্ম বিভাগ: প্রবাস (ভারত)

অডিয়েন্স অ্যাওয়ার্ড: মুজিব একটি জাতির রুপকার

স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড: বিজয়ার পরে (ভারত)

স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ

বেস্ট ফিচার ফিল্ম: দেয়ার এন্ড ব্যাক

সেরা প্রামান্যচিত্র: কুনান ফিনদা

স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড : সুরত (বাংলাদেশ)

উইমেন ফিল্ম মেকারস বিভাগ

বেস্ট ফিল্ম: আশগাল হা বা (ইরান)

বেস্ট ডকুমেন্টারি: পাসাং (ইউএসএ)

বেস্ট ডিরেক্টর: Gyeong-mu Noh Film : How to get your man Pregnant (South Korea)

স্পেশাল মেনশন: মুক্তি (Bangladesh)