রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে কিছু পণ্যের আমদানি শুল্ক কমাতে রাজস্ব বোর্ডের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে একথা জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এই প্রস্তাব বিবেচনায় আনা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, 'আমরা একটি প্রস্তাব পেয়েছি। এটি নিয়ে কাজ করছি।' তবে, তিনি কোনো পণ্যের তালিকা প্রকাশ করেননি।
তিনি বলেন, আইএমএফ’র নির্দেশনা পূরণ করা একটা চ্যালেঞ্জ এবং সে অনুযায়ী কাজ চলছে। রাজস্ব আহরণ গতিশীল করতে চট্টগ্রাম কাস্টমসে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আহরণের হিসেব জানিয়েছে রাজস্ব বোর্ড। হিসেবে দেখা গেছে, ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৮ হাজার ৮৫৬ কোটি টাকা। বিপরীতে ৬ মাসে আহরণ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬২৯ কোটি টাকা। ঘাটতি ২৩ হাজার ২২৭ কোটি টাকা।