সারা দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, যা চোখ বন্ধ করেই বলা যায়। বিশ্বকাপ ফুটবল চার বছর পরপর মাঠে গড়ায়। কিন্তু বাকি সময় ফুটবলের রাজত্ব থাকে ক্লাব পর্যায়ে। সেখানেও মেসি, রোনালদো, নেইমার, হালান্ডদের মন্ত্রমুগ্ধ ফুটবল নান্দনিকতা উপভোগ করে সারা ফুটবলবিশ্ব।
যেমন, গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। কিন্তু আয়ের দিক থেকে সবচেয়ে সফল ক্লাব ম্যানসিটিকে ছাপিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ফুটবলে আয় করা ক্লাবগুলোর র্যাংকিং তৈরিকারী যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান 'ডিলোইট মানি লিগ' জরিপে বিশ্বের শীর্ষ ২০টি আয় করা ক্লাবগুলোর মধ্যে সবার উপরে স্প্যানিশ ক্লাবটি।
গেল বছর চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতেছে পেপ গার্দিওয়ালার দল। কিন্তু প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে অর্থ আয়ের দিক থেকে রেকর্ড গড়েছে মাদ্রিদিস্তারা।
বাংলাদেশি মুদ্রায় হাজার কোটি টাকা আয় করে রিয়াল মাদ্রিদ। বাণিজ্যিক খেলায় তারা সারাবিশ্বের সফলতম ক্লাব। ট্রফির পর ট্রফি শোকেসে তুলেও রিয়ালকে টপকাতে পারেনি ইংলিশ ক্লাব ম্যানসিটি, তারা আছে দ্বিতীয় স্থানে।
ম্যাচ টিকিট, জার্সি, টিভিস্বত্ব ও অন্যান্য কমার্শিয়াল থেকে আয়ের দিক থেকে তৃতীয় ফরাসি ক্লাব পিএসজি। তবে আয়ের দিক থেকে পিছিয়েছে বার্সেলোনা। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরই বায়ার্ন মিউনিখ ও ৭ নম্বরে লিভারপুল আছে।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও আয়ের দিক থেকে সেরা ২০টি ক্লাবের মধ্যে ৮টি ক্লাবই ইংল্যান্ডের। ক্লাবগুলোর আয় এতটাই বেড়েছে যে এই ২০টি ক্লাব আয় করেছে ১০ দশমিক ৫ বিলিয়ন ইউরো।





