অন্য সব খেলা
এখন মাঠে
0

চতুর্থ রাউন্ডে ফেদেরারকে ছুঁয়েছেন জকোভিচ

চলতি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে ৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার নিশ্চিত করেছেন জকোভিচ। এর সাথে রজার ফেদেরারকে ছুঁয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

লিভিং লিজেন্ড জকোভিচ। বয়স ৩৬, তাতে কী? টেনিস কোটে ব্যাট হাতে রীতিমত দুর্দান্ত জকো। একের পর এক সাফল্যে নিজেকে করেছেন সেরাদের সেরা। অনন্য এক উচ্চতায় পৌঁছে আগের থেকে হয়েছেন অনেক বেশি আত্মবিশ্বাসী।

চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলতে নেমে পূরণ করেছেন সেঞ্চুরির কোটা। চারটি গ্রান্ডস্ল্যামে কমপক্ষে শতক ম্যাচ খেলা বিশ্বের তিনি একমাত্র খেলোয়াড়। আর কোয়ার্টার ফাইনালে পৌছে ছুঁয়েছেন আরেক লিজেন্ড রজার ফেদেরারের অনন্য এক কীর্তি। ফেদেরারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫৮ বার গ্রান্ডস্ল্যাম ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

নিজের অবসর নিয়ে প্রশ্ন করলে সোজাসাপ্টা উত্তর দেন জকো। আপাতত কোর্ট ছাড়ার পরিকল্পনা নেই বিশ্বের নাম্বার ওয়ান খেলোয়াড়ের।

২০০৫ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নাম লেখান জকো। এরপর দশবার শিরোপা হাতে আনন্দে মাতলেও কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নেয়ার ঘটনা আছে তিনবার। চলতি আসরে কোয়ার্টারে লড়তে হবে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে। যার একবারও খেলার অভিজ্ঞতা নেই এই পর্বে।

তবে খেলা শেষের আগে ঘটতে পারে দুর্ঘটনা হতে পারে অনেককিছুই। সেক্ষেত্রে ৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার নিয়ে এবারের আসরে থেমে যেতে পারে নাম্বার ওয়ান তারকা খেলোয়াড়কে।

এসএস